স্বামীর গোপন প্রেমের ছবি ফাঁস করলেন মিলা

স্বামীর গোপন প্রেমের ছবি ফাঁস করলেন মিলা
অনলাইন ডেস্কঃ ১০ বছরের প্রেম শেষে বিয়ের সিদ্ধান্ত নেন পপ তারকা মিলা ইসলাম। বিয়ের কয়েকমাস যেতে না যেতেই সম্প্রতি আলোচনায় আসে বিচ্ছেদ। মিলা তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগসহ অন্যান্য মেয়েদের সাথে সম্পর্কের বিষয়টিও উল্লেখ করেছেন অনেকবার। তবে এ বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেননি মিলা। 

শেষ পর্যন্ত সেই গোপনীয়তাও ফাঁস করে দিলেন। মিলা তার ফেসবুক পেজে ৮৬টি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে বিভন্ন মেয়েদের সাথে তার স্বামী পারভেজের চ্যাটিং রয়েছে। শুধু তাই নয়, ফোন কল রেকর্ড পর্যন্ত শেয়ার করেছেন তিনি। 

মিলা বলেন, ‘আমি আসলে বিষয়গুলো নিয়ে কি বলবো জানি না। যে মানুষটিকে ১০ বছরে চিনলাম না। তাকে এই কয়েকমাসে চিনতে হলো। পারভেজের সাথে আমি ফেসবুকে পর্যন্ত অ্যাড ছিলাম না। তখন বুঝতে পারিনি পারভেজ কেন এমন গোপন রাখছে বিষয়গুলো।’
স্বামীর গোপন প্রেমের ছবি ফাঁস করলেন মিলা

মিলা এসব তথ্য ফাঁসের পর হুমকিতে আছেন। পারভেজের পরিচিত অনেকই তাকে হুমকি দিচ্ছেন বিভিন্ন সময়ে। উল্লেখ্য, চলতি বছরের ১২ মে পারভেজ নামের এক বেসরকারি বিমান সংস্থার পাইলটকে বিয়ে করেন মিলা। 

Post a Comment

Previous Post Next Post