মৌলভীবাজার ৯৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন

মৌলভীবাজার প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল পর্যায়ে দেশব্যাপী একযোগে বৃক্ষরোপন কর্মসুচী বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের মোট ১০৫০টি বিদ্যালয়ের মধ্যে ৯৬২টি প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচী অনুৃষ্ঠিত হয়ছে। সারা জেলায় মোট গাছ ৫৩৫টি চারা রোপন করা হয়। বাকী ৮৮টিতে সম্প্রতী বন্যা কবলিত হওয়া বৃক্ষরোপন সম্ভব হয়নি।

রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রাথমিক শিক্ষা পরিবারের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্ব স্ব প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে একযোগে একটি করে বৃক্ষরোপন করেন।

মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মো: আব্দুল আলীম জানান, দেশব্যাপী একযোগে বৃক্ষরোপন কর্মসুচী বাস্তবায়নের লক্ষ্যে আমাদের জেলাও যতাযত নিয়মে বৃক্ষরোপন করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post