গৃহস্থের শোয়ার ঘরে আপত্তিকর অবস্থায় দু'টি সাপ!

অনলাইন ডেস্কঃ গৃহস্থের শোয়ার ঘরে দু'টি সাপ শঙ্খ লাগানো আপত্তিকর অবস্থায় রয়েছে। যেই দৃশ্য চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না কেউ! এমনই এক ঘটনা ফেসবুকে এখন রীতিমতো ভাইরাল। ভারতের নদিয়ার এক গ্রামে ঘটেছে ঘটনাটি। ঘরে সাপ ঢুকে যাওয়ার বিষয়টি নতুন কিছু নয়। তবে এধরনের ঘটনা যেন সত্যিই আঁতকে উঠার মতোই।

যদিও সাপ দেখলে কেউ আঁতকে ওঠে আবার কেউবা তাকে প্রণাম করে পুণ্যলাভে ব্যস্ত। সংস্কার অনুসারে শঙ্খ লাগা অবস্থায় সাপ দেখা নাকি ভাগ্যের বিষয়। পৌরাণিক যুগ নেই, তবে রয়ে গেছে যুগের হাওয়া। তাই আজও অনুসারে শঙ্খ লাগা অবস্থায় সাপ দর্শন ভাগ্যর বিষয়। কিন্তু এ যে অন্য রূপ। শঙ্খ লাগা অবস্থায় একেবারে গৃহস্থের শোয়ার ঘরে সাপ। কখনো শোয়ার ঘরের বিছানা জুড়ে আবার কখনো জানালার শিখ বেয়ে তার মাঝখানে। 

Post a Comment

Previous Post Next Post