সিলেটে গত পাঁচ বছরে শতভাগ ফেল নেই কোন প্রতিষ্ঠান

অনলাইন ডেস্কঃ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে বরাবরের মতো এবারো শতভাগ ফেল নেই কোন শিক্ষা প্রতিষ্ঠানে। গত পাঁচ বছরে পাশের হার কিংবা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উত্থান-পতন হলেও ২০১৩ থেকে এ পর্যন্ত সিলেটের কোন শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল করেনি।

সারাদেশে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় কেউ পাস করেনি-এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এবার ৭২টি কলেজ, মাদ্রাসা ও ভোকেশনাল কলেজে কোনো পরীক্ষার্থী পাস করেনি। যা গত বছর ছিল ২৫টি।

সিলেটে শতভাগ শিক্ষার্থী পাস এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২০১৩ সাল থেকে ২০১৭ সালের মধ্যে গত বছর সর্বনিম্ন ছিল। গত বছর সিলেটের মাত্র  ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস করলেও এবার তা কিছুটা বেড়েছে। এবছর সিলেটে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের ফলাফলে শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।

২০১৩ সালে শতভাগ পাস প্রতিষ্ঠান ছিল ৮টি, ২০১৪ সালে তা বেড়ে ১০টি হয়,  ২০১৫ সালে সূচক আরেকটু বেড়ে হয় ১৩টি। কিন্তু তার পরের বছর অর্থাৎ ২০১৬ সালে  তা কমে দাঁড়ায় মাত্র ৫টিতে। তবে এবার এরকম প্রতিষ্ঠানের সংখ্যা ৮টি।

উল্লেখ্য, এ বছর ১০টি শিক্ষাবোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ। পাসের হার কমেছে ৫ দশমিক ৭৯ শতাংশ। এবছর জিপিএ-ফাইভ পেয়েছে ৩৭ হাজার ৯৬৯ জন। গত বছর ছিল ৫৮ হাজার ২৭৬ জন। জিপিএ-৫ কমেছে ২০ হাজার ৩০৭ জন। সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের উচ্চ মাধ্যামিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি)পরীক্ষায় পাসের হার ৭২.০০। গতবার পাসের হার ছিলো ৬৮.৫৯। রবিবার সকালে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post