ইউএনও তারিক সালমনের মামলা প্রত্যাহার

ইউএনও তারিক সালমনের মামলা প্রত্যাহার
অনলাইন ডেস্কঃ বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিক সালমনের মামলা প্রত্যাহার করা হয়েছে। আজ রবিবার মামলার বাদী বরিশাল আইনজীবী সমিতির সভাপতি (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) ওবায়েদুল্লাহ সাজু আদালতে এ মামলা প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে বিচারক অজিত কুমার মামলাটি খারিজ করে দেন। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবিব জানান, মামলা প্রত্যাহারের আবেদন শুনানির সময় ইউএনও তারিক সালমন আদালতে উপস্থিত ছিলেন না। অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় আদালতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৭ জুন ইউএনও তারিক সালমানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ওবায়েদুল্লাহ সাজু। ইউএনও তারিক সালমান আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীন উপজেলা স্বাধীনতা দিবস অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়।

Post a Comment

Previous Post Next Post