গার্ডেন টাওয়ারে ফ্ল্যাট থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


অনলাইন ডেস্কঃনগরীর মেন্দিবাগ গার্ডেন টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে আমিনুর রহমান (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে ভবনের ১১ তলার ৩১১২ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত আমিনুর রহমান সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ এলাকার মৃত সিকন্দর আলীর পুত্র। তিনি ওই বাসায় সপরিবারে থাকতেন বলে জানিয়েছে পুলিশ। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বলেন, বাসার ফ্ল্যাটের একটি কক্ষ দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও আমিনুরের কোনো সাড়া পায়নি। পরে থানায় খবর দিলে দরজা ভেঙে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন জানিয়ে তিনি বলেন, মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Post a Comment

Previous Post Next Post