রোববার হতে ভারী বর্ষণের সম্ভাবনা

রোববার হতে ভারী বর্ষণের সম্ভাবনা
অনলাইন ডেস্কঃ ফের ভারী বর্ষণ হতে পারে বলে ধারনা করা হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে, চলতি সপ্তাহের টানা বর্ষণে দেশজুড়ে ভোগান্তি পোহাচ্ছে মানুষ। বিশেষ করে, রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম পানিতে তলিয়ে যায়। আবহাওয়াবিদ বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে ৩০ জুলাইয়ের পর ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে, ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলছে, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকার সৃষ্ট লঘুচাপটি বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। সংস্থাটি বলছে, এই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদফতর পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, বর্তমান অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে। গত রবি, সোম ও মঙ্গলবার প্রায় ৩৫ বছরের ইতিহাসে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। এর ফলে চরম ভোগান্তির মুখে পড়ে রাজধানীসহ সারা দেশের মানুষ।

Post a Comment

Previous Post Next Post