কিশোরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্কঃ কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে নেপাল (৭) ও রিফাত (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলো- মাইজপাড়া গ্রামের প্রবাসী লাল মিয়ার ছেল নেপাল এবং রিফাত একই গ্রামের আবুল কাশেমের ছেলে।

এলাকাবাসী জানান, দুপুরে বাড়ির সামনের পুকুরপাড়ে একসঙ্গে খেলা করছিল নেপাল ও রিফাত। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্বজনেরা পুকুর থেকে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

Post a Comment

Previous Post Next Post