ব্যাটসম্যানদের প্যাড-গ্লাভস-জুতা রঙিন কেন জানেন?

ব্যাটসম্যানদের প্যাড-গ্লাভস-জুতা রঙিন কেন জানেন?
স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটারদের পরণে এখন রঙিন জার্সি, সেই সঙ্গে রংবেরংয়ের ট্রাউজার। ভক্তদের চোখ টানে প্রিয় ব্যাটসম্যানের গ্লাভস, জুতো, প্যাডও। বিশুদ্ধবাদীদের চোখে অবশ্য এতো রং ভাল লাগছে না। তাঁদের মতে, পাজামা ক্রিকেট সর্বনাশ করছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সৌজন্যে কত কিছুই না ঘটছে মাঠে। মাঠে আপেলের পসরা নিয়ে বসছেন সুন্দরী বিদেশিনী। আম্পায়ারকে বলের পরিবর্তে দিচ্ছেন আপেল। চিয়ারলিডাররা উদ্দাম নাচছেন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জার্সির রং চোখ টানার মতো। যুবরাজ সিংহ, ব্রেন্ডন ম্যাকালাম, রবিন উথাপ্পা, মিচেল মার্শরা রঙিন জুতো পরে খেলছেন আইপিএল-এর আসরে। ব্যাট করতে নামার সময়ে বদলে যায় জুতো-প্যাড-হেলমেট-এর রংও।

ভারতের হায়দরাবাদ-এর তারকা ব্যাটসম্যান যুবরাজ সিংহ জানিয়েছেন, রংবাহারি জুতা, প্যাড, গ্লাভস পরার কারণ। ঘটনা হল, কিট প্রস্তুতকারক সংস্থাগুলো এখন ক্রিকেটারদের কথা মাথায় রেখেই গ্লাভস, প্যাড, জুতো রঙিন করেই এখন বানাচ্ছে। ক্রিকেটাররা একেকজন নায়ক। বিশ্বজুড়ে তাঁদের ভক্তের সংখ্যাও অসংখ্য। মাঠের ভিতরে তাঁদের হাঁটা চলা, জামা কাপড় পরার ধরনধারণ অনুকরণ করেন ভক্তরা। ভক্তদের চোখে পছন্দের নায়ক যাতে আরও গ্ল্যামারস হয়ে ওঠেন, সেই কারণেই কিট প্রস্তুতকারক সংস্থাগুলো সবেতেই রং মেশাচ্ছে। হরেকরকমের জার্সি ও ট্রাউজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই গ্লাভস-প্যাডও রঙিন বানানো হচ্ছে। ব্যাট করার সময়ে সেগুলো পরে ব্যাটসম্যানদের আরও আকর্ষণীয় দেখাচ্ছে। সূত্র: এবেলা।

Post a Comment

Previous Post Next Post