শাফায়েত ইসলাম আরহাম স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

শাফায়েত ইসলাম আরহাম স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ
স্টাফ রিপোর্টারঃ বিশিষ্ট কমিউনিটি নেতা দুবাই প্রবাসী নজরুল ইসলাম লিটনের এক মাত্র শিশুপুত্র আরহাম স্মরণে গঠন করা হলো “শাফায়েত ইসলাম আরহাম স্মৃতি ফাউন্ডেশন”।

গত ৪ মার্চ সন্ধ্যায় রবিবাজারের দারুচ্ছুনাহ্ ইসলামিয়া আলিম মাদ্রাসার হল রুমে ফাউন্ডেশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আসম কামরুল ইসলাম।

সংলাপ পত্রিকার রিপোর্টার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এম.এ.কাইয়ুমের সঞ্চালনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের উপদেষ্টা নবাব আলী বাকর খান (হাসনাইন), পৃথিমপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যক্ষ এমএ মান্নান, পুরসাই হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ মাও আনছার উদ্দিন, রবিরবাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও আব্দুল জব্বার, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মনাফ, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মাসুক আহমদ, কুলাউড়া উপজেলার প্রাথমিক পর্যায়ের ইংরেজী বিষয় ট্রেইনার ও সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-কারী শিক্ষক ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম ফয়েজ, পৃশিপাশা ইউনিয়ন আল-ইসলার সভাপতি মো. ফরিদ উদ্দিন, আশ্রয় গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলার প্রাথমিক পর্যায়ের ইংরেজী বিষয় ট্রেইনার মো. আব্দুল হান্নান।

এছাড়াও উপস্থিত ছিলেন আমুলী গ্রামের সর্দার মো. রাইছ আলী, করাইগ্রামের সর্দার মকবুল আলী, পৃথিমপাশা গ্রামের সর্দার মো. রজাক আলী, মো. আব্দুল গনি, হাফিজ নিয়ামত আলী, হাফিজ সায়েদ আলী, হাজি রইছ আলী, রবিরবাজার ব্যবসায়ী কল্যান সমিতির মেম্বার মো. আলা উদ্দিন, রবিরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহীদ, ধামুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কয়ছর আহমদ, পৃথিমপাশা ইউনিয়ন আল-ইসলাহ নেতা মো. ইসমাইল আলী, মাও মাহমুদুর রহমান, ইউপি ছাত্রলীগের সাবেক সভাপতি ময়নুর ইসলাম পংকি, ইউপি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. কামাল আহমদ পৃথিমপাশা ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি হাবিবুন নুর আহাদ, রাহেমদিনা শিল্পিগুষ্টির সভাপতি মঈন উদ্দিন প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post