দাদির জিম্মায় জঙ্গি আবুর শিশু মেয়ে

দাদির জিম্মায় জঙ্গি আবুর শিশু মেয়ে
অনলাইন ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনী গ্রামের জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াতের বিশেষ অভিযান ‘ঈগল হান্টে’ নিহত জঙ্গি রফিকুল আলম আবুর মেয়ে সাদিকাকে (৫) আদালতের মাধ্যমে রোববার বিকালে তার দাদির কাছে হস্তান্তর করা হয়েছে।

আবুর মা ফুলসানা বেগম ও শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে দাদির কাছে ফেরতের আদেশ দেন চাঁপাইনবাবগঞ্জের আমলি আদালতের (খ অঞ্চল) বিচারক শহীদুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন জানান, আবুর মা ও পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিকাল তিনটার দিকে সাদিকাকে দাদির কাছে আদালতের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ভোর থেকে শিবনগর গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে কাউন্টার টেরিরিজম ইউনিট ও জেলা পুলিশ।

সেইদিন সন্ধ্যা ছয়টায় পুলিশের বিশেষায়িত দল সোয়াট এসে ‘ইগল হান্ট’ নামে অভিযান শুরু করে। দুইদিনব্যাপী অভিযানে জঙ্গি আবুসহ চারজন নিহত হয়।

অভিযানের দ্বিতীয় দিন জঙ্গি আস্তানা থেকে আবুর স্ত্রী সুমাইয়া (২১) ও মেয়ে সাদিকাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর মা ও মেয়েকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সুমাইয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে সাদিকাকে গত ২৮ এপ্রিল রাতে আদালতের মাধ্যমে রাজশাহী ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। এই কয়েকদিন সে ওখানেই ছিল। সুত্রঃ যুগান্তর

Post a Comment

Previous Post Next Post