আইএসের আফগান শাখার প্রধান নিহত

আইএসের আফগান শাখার প্রধান নিহত
অনলাইন ডেস্কঃ ইসলামিক স্টেটের আফগান শাখার প্রধান আবদুল হাসিব নিহত হয়েছেন- এমনই দাবি করলেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বিশেষ সেনা অভিযানে নানগরহার প্রদেশে হত্যা করা হয়েছে আইএসের আফগান শীর্ষ নেতাকে।

কাবুল থেকে এই বার্তা ছড়িয়ে পড়তেই শোরগোল আন্তর্জাতিক মহলে। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, খলিফা আবু বকর আল বাগদাদির নির্দেশে আফগানিস্তানে নাশকতা চালাচ্ছিল নিহত আইএস শীর্ষ কমান্ডার হাসিব। সে দায়িত্ব নেওয়ার আগে মার্কিন ড্রোন হামলায় শেষ হয়েছিল হাফিজ সইদ খান। গত মাসেই মার্কিন-আফগান যৌথ অভিযানে ইসলামিক স্টেটের আফগান প্রধানকে হত্যা করা হয়েছে। বিভিন্ন সূত্রে আসা এই খবরের সত্যতা তখনই মেলেনি। রবিবার আফগান প্রেসিডেন্ট দেশের আইএস প্রধানকে শেষ করে দেওয়ার সংবাদটি সত্যি বলে জানিয়েছেন। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

Post a Comment

Previous Post Next Post