হাসপাতালে শাকিব খান

হাসপাতালে শাকিব খান
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক শাকিব খান শারীরিক অসুস্থতার কারণে গতকাল আবারো ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে ড. ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে শাকিবের চাচাতো ভাই মনির বলেন, গতকাল শাকিবের সকাল থেকেই বুক ও ঘাড়ে ব্যাথা হচ্ছিল। তাই চেকআপের জন্য হাসপাতালে যান। পরে ডাক্তারের পরামর্শে সেখানে তাকে ভর্তি করা হয়। তবে বর্তমানে তিনি আগের চেয়ে সুস্থ আছেন।

উল্লেখ্য, এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ১৩ই এপ্রিল একই হাসপাতালে গিয়েছিলেন শাকিব খান। চিকিৎসক তার শারীরিক অবস্থা দেখার পর তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর তিনি হাসপাতালে ভর্তি অবস্থায়ই শামীম আহমেদ রনীর ‘রংবাজ’ ছবির মহরতে যান এবং এরপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে টানা কিছুদিন ঢাকার বাইরে শুটিংও করেন।

Post a Comment

Previous Post Next Post