সালমান তিন বডিগার্ডকে বরখাস্ত করলেন

সালমান তিন বডিগার্ডকে বরখাস্ত করলেন
বিনোদন ডেস্কঃ নিজের তিনজন বড়িগার্ডকে চাকরি থেকে বরখাস্ত করলেন সালমান খান। বডিগার্ডদের বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি সালমানের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিচ্ছিলেন।

সালমান জানতে পারেন, ওই তিনজন তার বিশ্বাসের সুযোগ নিয়ে এমন কিছু ব্যক্তিগত তথ্য ফাঁস করেছেন, যেগুলো তাদের করা উচিত হয়নি। বডিগার্ডদের জন্যই নাকি মিডিয়ার কাছে অনেক তথ্য চলে যাচ্ছিল। খবর হচ্ছিল সেসব নিয়ে। এ কথা জানার পরে ওই তিনজনকে বরখাস্ত করে দেন সালমান।

যদিও এই প্রথমবার নয়। এর আগে ম্যানাজার রেশমা শেট্টিকে চাকরি থেকে সরিয়েছিলেন সালমান।

Post a Comment

Previous Post Next Post