জুড়ীতে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই তিন শতাধিক মানুষেরএকমাত্র ভরসা

জুড়ীতে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই তিন শতাধিক মানুষেরএকমাত্র ভরসা
নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব বড়ধামাই গ্রামের পার্শ্ববর্তী রাস্তার উপর ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে বাঁশের সাঁকোই এলাকার ৩ শতাধিক জনসাধরণ ও কোমলমতি শিক্ষার্থীদের চলাচলের একমাত্র ভরসা।

দীর্ঘদিন যাবৎ এলাকাবাসি যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহালেও সংশ্লিষ্টদের টনক নড়ছেনা।

সরেজমিনে দেখা যায়, পূর্ব বড়ধামাই ও সাঁওতাল বস্তির স্কুল, কলেজ ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার ৩ শতাধিক জনসাধারণ স্বাধীনতার পর থেকে অদ্যাবধি জীবনের ঝুঁকি নিয়ে ওই রাস্তার উপরের বাঁশের সাঁকোতে পারাপার করছেন।

ইতি মধ্যে গ্রামের অনেকেই সাঁকো পারাপার করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনায় আহত হয়েছেন। এমনকি অত্রাঞ্চলে কোনো ব্যক্তি মারা গেলে, মৃত ব্যক্তির কবর খনন ও লাশ কাঁধে নিয়ে কবরস্থানে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে।

প্রতিবছর বর্ষা মৌসুমে দু’তিন বার গ্রামবাসী চাঁদা তোলে ওই সাঁকোর মেরামত করেন। অথচ একটি কালভার্ট নির্মাণ করলে সহজেই এ জনদুর্ভোগ লাঘব হয়ে যেতো। যদিও জনপ্রতিনিধিরা বারবার কালভার্ট নির্মাণের প্রলোভন দেখিয়ে নির্বাচনী বৈতরণী পার হচ্ছেন।

এলাকাবাসী অভিযোগ করেন, নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা প্রতিবারই আশার বাণী শোনান। নির্বাচিত হলে আর আমাদের (জনগণের) কথা মনে রাখেন না।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই খালের উপর একটি কালভার্ট নির্মাণের জোর দাবী জানিয়েছেন। 

Post a Comment

Previous Post Next Post