নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ২৪৭ কার্টন সিগারেট জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার রাতে এপিবিএন’র মিডিয়া সেন্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এপিবিএন
জানায়, যাত্রী মো. আশিকুর দুবাই থেকে কুয়েত এয়ারওয়েজের এইটি ফ্লাইটে করে
সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।
জব্দকৃত
সিগারেট ডানহিল, ইজি ও মন্ড ব্র্যান্ডের। শুল্ক করসহ আটক পণ্যের মূল্য
প্রায় ১৬ লাখ টাকা। জব্দকৃত সিগারেট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর
করা হয়েছে।