আল কায়দার বাংলাদেশ প্রধান কান্দাহারে নিহত!

আল কায়দার বাংলাদেশ প্রধান কান্দাহারে নিহত!
অনলাইন ডেস্কঃ আফগানিস্তানের কান্দাহারে নিহত হয়েছে কায়দার বাংলাদেশ প্রধান জঙ্গিনেতা তারিক ওরফে সোহেল। AQIS-এর প্রধান বুধবার তারিকের মৃত্যুর খবর ঘোষণা করে। আল কায়দার ভারতীয় উপমহাদেশীয় সংগঠন AQIS-এর প্রধান অসীম উমরের বিবৃতি উদ্ধৃত করে ঢাকার একটি দৈনিক 'ট্রিবিউন' তারিকের মৃত্যুর খবর জানায়। সোহেলকে আল কায়দার বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’-এর প্রধান বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, তারিক ভাই (আল কায়দার বাংলাদেশ বিষয়ক প্রধান) কান্দাহারের মরুভূমিতে পানি সরবরাহ করতে গিয়ে মারা গেছেন।

Post a Comment

Previous Post Next Post