মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান
হয়েছে।
আজ
দুপুরে বিদ্যালয় মাঠে স্কুল পরিচালনা কমিটির আয়োজনে পুরস্কার বিতরণী ও
গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। জুনেল আহমেদ তরফদারের সভাপতিত্বে ও হামিদুল
হক চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মো.
আজিজুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির
সদস্য অধ্যাপক রফিকুর রহমান, অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমদ, আব্দুল মোতালিব
তরফদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র পাল।
অনুষ্ঠানে
মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান ও কমলগঞ্জ উপজেলা
চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমানকে
সংবর্ধনা দেয়া হয়।
পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।