নিউজ ডেস্কঃ কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু।
১০৩
ভোটকেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী ৬৮ হাজার ৭৯৫ ভোট
পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের
প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৮ হাজার ২৬১ ভোট। বাকি ২ কেন্দ্রের
ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার
রাতে ভোটের ফল গণনা শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাক্কু বলেন, অবাধ,
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ১ লাখ ৭০ হাজার ভোট কাস্ট হতো, আমি পেতাম ১
লাখ ২০ হাজার।