স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। ঘরের মাঠে
লিথুয়ানিয়াকে ২-০ গোলে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। আর এ জয়ে ‘এফ’
গ্রুপের শীর্ষস্থান মজবুত হলো ইংলিশদের।
ওয়েম্বলিতে
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে খেলতে থাকে স্বাগতিক
ইংল্যান্ড। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২১ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন
তিন বছর পর জাতীয় দলে সুযোগ পাওয়া জারমেইন ডিফো। রাহিম স্টার্লিংয়ের কাছ
থেকে ফাঁকায় বল পেয়ে অনায়াসে গোলটি করেন সান্ডারল্যান্ডের এই তারকা।
বিরতির
ঠিক আগে ইংলিশ গোলরক্ষক জো হার্টের ভুলে গোলের সুযোগ পেয়েছিল সফরকারী
লিথুয়ানিয়া। তবে শেষ মুহূর্তে জন স্টোনস গোললাইন থেকে বল ফেরত পাঠালে বেঁচে
যায় স্বাগতিকরা।
বিরতি
থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন ভার্ডি। ম্যাচের ৬৬ মিনিটে লিভারপুল তারকা
অ্যাডাম লালানার ছোট পাস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন লেস্টার সিটির এই
ফরোয়ার্ড। ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিল ভার্ডি। তবে
গোলরক্ষককে একা পেয়েও বল জালে জরাতে ব্যর্থ হন লেস্টার তারকা। ফলে ২-০
গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।