বড়লেখায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বড়লেখায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার দুপুরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

ইউএনও এসএম আব্দুলাহ আল মামুনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা আ’লীগের সিনিয়র সভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, রেহানা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, তপন আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারে আহবায়ক মো. শাহজাহান, সদস্য সচিব শুভাশিষ দে শুভ্র, মুক্তিযোদ্ধা সন্তান মাসুম আহমদ, এবাদ, শুক্কুর, রসীম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post