শাদাবেই পাকিস্তানের ভবিষ্যৎ দেখছেন সরফরাজ


অনলাইন ডেস্ক:  পাকিস্তান ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করছিলেন। আলোচনায় আসেন তখনই। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরেও বল হাতে ভালো করছিলেন। সব মিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পান। এবারই প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেলেন শাদাব খান।

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শাদাব জায়গা পেলেন পাকিস্তান একাদশেও। অভিষেকেই বাজিমাত করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমেই বনে গেলেন পাকিস্তানের জয়ের নায়ক। ৪ ওভারে ৭ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেছেন শাদাব।

অভিষেকেই হইচই ফেলে দেয়া এই লেগ স্পিনারের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তান দলের সীমিত ওভারের অধিনায়ক সরফরাজ আহমেদ। বলেন, ‘প্রথম ম্যাচে শাদাব অনেক ভালো বল করেছে। প্রশংসা পাওয়ার যোগ্য। আমি মনে করি,  শাদাব ও তার পরিবারের জন্য এটি ছিল বিশেষ একটি দিন। কারণ আজই (রোববার) প্রথম পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করল। অভিষেকেই ম্যাচ সেরা হওয়ায় তাকে অভিনন্দন। শাদাবের উজ্জ্বল ভবিষ্যৎ-ই দেখছি।’

প্রসঙ্গত, বারবাডোজের কিংস্টল ওভালে গড়ায় চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। এই ম্যাচে শাদাবের ঘূর্ণিতে ১১১ রানে অলআউট হয় টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৭.১ ওভারেই (১৭ বল বাকি থাকতে) ৪ উইকেট হারিয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। আর তাতে সরফরাজ আহমেদের দল নিশ্চিত করে ৬ উইকেটের ব্যবধানে বড় জয়। ১-০ ব্যবধানে এগিয়ে যায় সিরিজে।

Post a Comment

Previous Post Next Post