অনলাইন ডেস্ক: মৌলভীবাজারে অভিযানের মধ্যেই কুমিল্লার কোটবাড়ী এলাকায় আরও এক বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ।
কোটবাড়ী এলাকাটি কুমিল্লা শহরের এক প্রান্তে হলেও দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই বাড়িটি সিটি করপোরেশনের ভেতরেই পড়েছে। পাশেই সিটি করপোরেশন নির্বাচনের ভোট কেন্দ্র গন্ধমতী হাই স্কুল।
এ বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার এসপি শাহ মো. আবিদ হোসেন জানান, আজ বুধবার দুপুরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা কোটবাড়ীর দক্ষিণ বাগমারা বড় কবরস্থানের পাশে তিন তলা ওই বাড়ি ঘিরে ফেলেন।
এ প্রসঙ্গে কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানায় অভিযানে পাওয়া তথ্যেই তারা কুমিল্লার ওই বাড়ির সন্ধান পান।
এ ব্যাপারে কুমিল্লার পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, “ওই বাড়িতে কয়েকজন জঙ্গি আছে এবং তাদের কাছে বোমা থাকতে পারে বলে আমরা ধারণা করছি। ”
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোমেন বলেন, “আমরা এখনও ওই বাসায় ঢোকার চেষ্টা করিনি। গোলাগুলির কোনো ঘটনাও এখনও ঘটেনি। ”
এদিকে সিলেটের দক্ষিণ সুরমায় এক জঙ্গি আস্তানায় দীর্ঘ পাঁচ দিনের অভিযান শেষ হওয়ার পর আজ বুধবার ভোর থেকে মৌলভীবাজারের দুটি এলাকার দুই বাড়ি ঘিরে অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী। ওই দুটি বাড়ি থেকে থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।
ট্যাগ »
বিভাগীয় খবর