আফগান সীমান্তে নিরাপত্তা বেষ্টনী তৈরি করছে পাকিস্তান

আফগান সীমান্তে নিরাপত্তা বেষ্টনী তৈরি করছে পাকিস্তান
অনলাইন ডেস্কঃ বিশ্বের যে কয়টি বিরোধপূর্ণ সীমান্ত রয়েছে তার মধ্যে পাক-আফগান সীমান্ত অন্যতম। ওই সীমান্ত এলাকায় প্রায় ঘটছে সন্ত্রাসী হামলার ঘটনা। এমনকি সীমান্ত পাড়ি দিয়ে জঙ্গি-গোষ্ঠী পাকিস্তানে সন্ত্রাসী হামলা পরিচালনা করে আসছে ইসলামাবাদের এমন অভিযোগও দীর্ঘদিনের। সম্প্রতি দেশটির সীমান্ত চৌকিতেও হামলার ঘটনা বেড়ে গেছে।

এসব হামলার পরে সীমান্ত সুরক্ষার বিষয়টি আফগান সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পাক প্রশাসন। বিরোধে জড়িয়েছে দুদেশ। বন্ধ রয়েছে সীমান্ত ক্রসিংও।

তবে এবার সীমান্তকে আরো নিরাপদ করতে নিজেই উদ্যোগ নিল ইসলামাবাদ। আফগানিস্তানের সঙ্গে অরক্ষিত ও বিরোধপূর্ণ সীমান্তে বেষ্টনী নির্মাণের কাজ শুরু করেছে দেশটি। এর মাধ্যমে আফগানিস্তান থেকে জঙ্গিরা অবাধে পাকিস্তানী ভূখণ্ডে প্রবেশ করতে পারবে না বলে মনে করছে পাক সরকার।

শনিবার (১৫ মার্চ) দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাক-আফগান সীমান্তের উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবানদের প্রভাব বেশ প্রকট। প্রাথমিকভাবে এ এলাকার বাজাউর ও মোহম্মান্দ জেলার সীমান্তে বেষ্টনী নির্মাণের কাজ শুরু হয়েছে। সেনাবাহিনীর উদ্যোগে এ কাজ এগিয়ে চলছে।

অন্যদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র নাজিব দানিশ জানান, পাকিস্তান কর্তৃক সীমান্তে নিরাপত্তা বেষ্টনী নির্মাণের বিষয়ে আফগান সরকার এখনো কিছু জানে না। এমনকি সীমান্ত এলাকায় এখনো বেড়া নির্মাণের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।

প্রসঙ্গত, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ২ হাজার ৫০০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত বিদ্যমান। এর অধিকাংশই পর্বতবেষ্ঠিত ও অরক্ষিত। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে মাজারে হামলার জেরে ১৩০ জন নিহত হলে সীমান্তের সবগুলো ক্রসিং বন্ধ করে দেয়া হয়। যদিও গত ২০ মার্চ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ‘মানবিক কারণে’ বন্ধ সীমান্ত খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন।

এ হামলার সঙ্গে সংশ্লিষ্টরা আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে এসে হামলা চালিয়েছে বলে মনে করছে পাক সরকার। বিষয়টি নিয়ে আফগান সরকারের সঙ্গেও কথা বলেছেন পাকিস্তানী কর্মকর্তারা। এর পরপরই দেশটির পক্ষ থেকে সীমান্তে নিরাপত্তা বেড়া নির্মাণের ঘোষণা এল। সূত্র: আল জাজিরা

Post a Comment

Previous Post Next Post