অনলাইন ডেস্ক: বলিউড ছবির পরিচালক, প্রযোজক ও অভিনেতা করন জোহরের যমজ দুই নবজাতক রুহি ও যশ জোহরকে দেখতে গতকাল বুধবার করনের বাসায় যান দুই তারকা বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা। এনডিটিভি থেকে আরো জানা যায়, দুই তারকার আসার আগে দুপুরে, করন সারোগেসির সাহায্যে জন্ম নেওয়া যমজ সন্তান রুহি ও যশকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন। নতুন অতিথিকে দেখতে আর দেরি করেননি বরুণ ও সিদ্ধার্থ, কারণ করনের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক হয় এই দুই অভিনেতার।
করন তাঁর ছেলের নাম রেখেছেন বাবা যশ জোহরের নাম অনুসারে এবং মেয়ের নাম রেখেছেন তাঁর মা হিরু জোহরের নাম অনুসারে।
ফেব্রুয়ারির ৭ তারিখে রুহি ও যশ মুম্বাইয়ের সুরাইয়া হাসপাতালে জন্মগ্রহণ করে। পরে এই দুই শিশুকে কিছুদিন নবজাতকদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র বা এনআইসিইউতে রাখা হয়। এর কারণ শিশু দুটি সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছিল।
ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে হাসপাতালের একটি সূত্র জানায়, ‘যমজ নবজাতকদের হাসপাতালে ভর্তি করা হয় ফেব্রুয়ারির ৭ তারিখে। তারা সময়ের ৩০ দিন আগেই ভূমিষ্ঠ হয়েছিল। বর্তমানে তাদের বয়স মাত্র ৩৭ দিন। তাদের হাসপাতালে ভর্তির আজকে ৫০ দিন হলো।’
হাসপাতাল থেকে বেরুনোর পর ৪৪ বছর বয়সী নির্মাতা করন নবজাতকদের একজনকে কোলে নিয়ে ছবি তোলেন। অন্য নবজাতকটি তখন ছিল আরেকজন নারীর কাছে। যদিও ওই নারীর পরিচয় জানা যায়নি। সন্তান কোলে নিয়ে করন সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছি আমার বাচ্চাদের অপূর্ব চেহারা সবার সঙ্গে ভাগাভাগি করার জন্য।’
এই সপ্তাহে করন নিজের টুইট অ্যাকাউন্টে একটি পোস্ট দেন, সেখানে তিনি জানান সন্তানরা সময়ের আগে পৃথিবীতে চলে আসায় তিনি ‘আতঙ্কিত’। পোস্টে তিনি লিখেন, ‘আমি জানি আমার বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে বেশ কিছু জটিলতা জড়িত। এবং এটাও জানি যে কতটা দ্রুত তারা পৃথিবীতে এসেছে। আমি আতঙ্কিত। সব কিছু ফেলে আমি এখন যা করতে চাই, আমি তাদের ধরে রাখতে চাই এবং তাদের রক্ষা করতে চাই। এনআইসিইউতে আমার থাকা দরকার। তাদের সংকটপূর্ণ অবস্থা বাইরে থেকে দেখা খুবই কষ্টদায়ক। সৌভাগ্যক্রমে তারা পরম আশ্রয় সুবিধার মধ্যে আছে। তারা উপযুক্ত এবং ধৈর্যশীল ডাক্তারদের হাতে আছে।’
করন জোহর পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। যা মুক্তি পায় গত বছর। বর্তমানে ‘বাহুবলি : দ্য কনক্লুশন’ চলচ্চিত্রটির হিন্দি সংস্করণের স্বত্ব কিনে নিয়েছেন করন জোহর, এই ছবিটি মুক্তি পাচ্ছে এ বছরের ২৮ এপ্রিল।
ট্যাগ »
বিনোদন