ঢাকায় আইপিইউ সম্মেলন : পাঁচ দিন বন্ধ থাকবে কিছু সড়ক


অনলাইন ডেস্ক:  ঢাকায় আগামী শনিবার (১ এপ্রিল) থেকে বুধবার (৫ এপ্রিল) পর্যন্ত ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ১৭১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যসহ ১৫ শতাধিক বিদেশি উপস্থিত থাকবেন। অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মেলন চলাকালে রাজধানীর কয়েকটি সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সে ক্ষেত্রে বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ট্রাফিক বিভাগ এসব তথ্য জানিয়েছে।

ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোসলেহ উদ্দিন বলেন, আইপিইউ সম্মেলনের অতিথিরা রাজধানীর ১৫টি হোটেলে থাকবেন। অতিথিদের বিমানবন্দর থেকে হোটেল এবং হোটেল থেকে সম্মেলনস্থল পর্যন্ত নিরাপদে পৌঁছে দিতে কয়েকটি সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে এবং কয়েকটি বন্ধ থাকবে।

বিদেশগামী যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, সম্মেলনের বিদেশি অতিথিরা গতকাল থেকে বাংলাদেশে আসা শুরু করেছেন। আগামীকাল শুক্রবার এই সংখ্যা আরো বেড়ে যাবে। শাহজালাল বিমানবন্দর হয়ে বিদেশগামী যাত্রীদের বিলম্ব এড়িয়ে যথাসময়ে বিমানবন্দরে পৌঁছার জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা হওয়ার জন্য পরামর্শ দেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার।

বন্ধ থাকছে যেসব সড়ক : ১ এপ্রিল বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান থাকায় মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত (আড়ং ক্রসিং) থেকে পূর্ব প্রান্ত (খেজুরবাগান ক্রসিং) পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। এই সড়ক ব্যবহারকারী যাত্রীদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ হয়ে র‌্যাব-২ কার্যালয়ের সামনে দিয়ে আগারগাঁওয়ের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

সম্মেলনের দ্বিতীয় ভেন্যু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। সম্মেলনের পাঁচ দিনই সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই কেন্দ্রসংলগ্ন ক্রসিং থেকে গণভবন স্কুল দিয়ে প্রতিরক্ষা গ্যাপ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। তবে এলাকার আবাসিক বাসিন্দা ও সরকারি-বেসরকারি দপ্তরে আসা গাড়িগুলো ওই সড়কে প্রবেশ করতে পারবে।

সম্মেলন চলাকালে জাহাঙ্গীর গেট থেকে আসা গাড়িগুলো আগারগাঁও লিংক রোড ব্যবহার করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ক্রসিংয়ে প্রবেশ করতে পারবে না। এ সড়ক ব্যবহারকারীদের আগারগাঁও লাইট ক্রসিং ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিএমপি।

Post a Comment

Previous Post Next Post