স্পোর্টস ডেস্কঃ
ভারতের প্রিমিয়ার ক্রিকেট লিগের (আইপিএল) দশম আসর শুরু হচ্ছে আগামী ৫
এপ্রিল থেকে। আর এ আসরে নতুন জার্সি পড়ে মাঠ মাতাবেন সাকিব-গম্ভীরদের দল
কলকাতা নাইট রাইডার্স।
সম্প্রতি
তাদের খেলোয়াড়দের একটি ফিটনেস ট্রেনিং সেশন শেষে নতুন জার্সি পরিহিত
অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলোয়াড়দের ছবি শেয়ার করেছে কেকেআর।
সেখানেই চোখে পড়ে আগের বেগুনী-স্বর্ণালী জার্সির পরিবর্তে লাল-কালো রংয়ের
জার্সি পড়ে আছে কেকেআরের খেলোয়াড়রা।
এদিকে
৫ এপ্রিল হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে আইপিএলের
দশম আসর শুরু হলেও কেকেআর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৭ এপ্রিল,
গুজরাটের বিপক্ষে।