বিএসএফের গুলিতে বাংলাদেশী ২ যুবক নিহত



নিউজ ডেস্কঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৯ আগস্ট) ভোরে বুড়িমারী জিরো পয়েন্টের বাঁধের মাথা ও ভারতের চ্যাংড়াবান্ধা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত একজনের নাম ইউনুস (৩৩)। তিনি পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার বুলবুল হোসেনের ছেলে। নিহত আরেক সাগর (৩৪) যুবকের বাড়ি পাটগ্রাম উপজেলায় বলে জানিয়েছেন বুড়িমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েদ নেওয়াজ নিশাত।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে।

তবে এ ব্যাপারে যোগাযোগ করলে ৬১ বুড়িমারী বিজিবি ক্যাম্প সূত্র জানিয়েছে, দুই বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ চেংড়াবান্ধা অংশে পড়ে ছিল। বিজিবির সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে। মরদেহ ফিরিয়ে আনতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post