শোলাকিয়ায় এবারও ঈদের জামাত হচ্ছে না


অনলাইন ডেস্কঃ উপমহাদেশের প্রাচীন ও বাংলাদেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৩তম ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হচ্ছে না বলে জানা গেছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশের মতো ‘করোনার হটস্পট’ হিসাবে চিহ্নিত কিশোরগঞ্জের এ ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতের মতো ঈদুল আজহা জামাতও বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী।

জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী জানান, সারাদেশের মতো বাংলাদেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল ফিতরের জামাতের মতো ঈদুল আজহা জামাতও অনুষ্ঠিত হচ্ছে না।

মুসল্লিদের জীবন-ঝুঁকি বিবেচনা করে ঈদুল আজহার জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ জানানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post