নিউজ ডেস্কঃ ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির পক্ষ থেকে কুলাউড়া'র মেয়ে বাংলাদেশ যুব মহিলা লীগ, রামপুরা থানা, ঢাকা মহানগর উত্তর এর আইরিন আক্তার চৌধুরী রিনিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সমিতির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয় ১৪ নভেম্বর সেগুন বাগিচায়। সভা শেষে সমিতির অন্যতম সদস্য আইরিন আক্তার চৌধুরী রিনি কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিযোগিতা কমিশনের সম্মানিত চেয়ারম্যান ও সমিতির সভাপতি এম আব্দুর রৌফ, সাধারন সম্পাদক এডভোকেট জসিমউদদীন আহমেদ, যুগ্ম-সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ সুহেল, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ, অর্থবিষয়ক সম্পাদক তামিম মারজান হুদা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালাম মাহমুদ, মোঃ আনিসুর রহমান চৌধুরী লিটু, শাকিল আহাদ সহ সমিতির সদস্য বৃন্দরা।
নব নির্বাচিত যুব মহিলা লীগ সভাপতি আইরিন আক্তার চৌধুরী রিনি সকলের কাছে সহযোগিতা চেয়েছেন যেনো তার পিতা সিলেটের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীরমুক্তিযোদ্ধা মরহুম আক্তার আলী চৌধুরী আত্তর এর মতো দল মত নির্বিশেষে সকলের জন্য কাজ করে যেতে পারেন।