কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে ১০দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধিঃ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে মণিপুরি সংস্কৃতি খুবই সমৃদ্ধ। মণিপুরীদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করণে নৃত্য, গান, মৃদঙ্গ, আবৃত্তি, তবলাসহ ১০ টি বিষয়ে ১০দিনব্যাপী বাৎসরিক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার ১৫ মে সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে মণিপুরি ললিতকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ কর্মশালার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মণিপুরি ললিতকলা একাডেীর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আশেকুল হক।

মণিপুরি ললিতকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক সুভাশীষ সিনহার সঞ্চালনায় প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি ললিতকলা একাডেমির নির্বাহী সদস্য ও লেখক-গবেষক আহমদ সিরাজ, গবেষনা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ প্রমুখ।

মণিপুরি ললিতকলা একাডেমি সূত্রে জানা যায়, নৃত্য, গান, আবৃত্তি, নাটক, ভাষা ও বর্ণলিপি, তবলাসহ ১০টি বিষয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণে মোট ১২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

Post a Comment

Previous Post Next Post