কলম্বিয়ায় এক লাখ ২৩ হাজার মানুষ নিখোঁজ !


অনলাইন ডেস্কঃ কলম্বিয়ায় এক লাখ ২৩ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান চেয়ে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন নিখোঁজদের স্বজনরা। ১৯৮৫ সাল থেকে ২০১৬ পর্যন্ত তারা নিখোঁজ হয়েছেন।

সরকারি পরিসংখ্যান অনুসারে, তাদের মধ্যে ৮৩ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন এবং ৪০ হাজার মানুষকে অপহরণ করা হয়েছে।

মানবাধিকার ও সমাজকর্মীরা কলম্বিয়ার বিভিন্ন শহরে নিখোঁজদের সন্ধান পেতে মিলিত হয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন। তাদের স্লোগান হলো, 'আমরা খুঁজেই যাচ্ছি', 'কোথায় তারা', 'কেন তারা নিখোঁজ', 'কারা এটা করল?'।

সরকারিভাবে বারবার বলা হচ্ছে, নিখোঁজদের সন্ধান করা হচ্ছে। নিখোঁজদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকার বদ্ধ পরিকর। তবে শেষ পর্যন্ত নিখোঁজদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

কলম্বিয়ায় ৭০ শতাংশ নিখোঁজের ঘটনার পেছনে আধা-সামরিক বাহিনীর হাত রয়েছে বলে বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে।

Post a Comment

Previous Post Next Post