আর্সেনালকে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন চেলসি


স্পোর্টস ডেস্কঃ ক্লাব পর্যায়ে ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা লিগের শিরোপা জিতেছে চেলসি।

বুধবার রাতে আজারবাইজানের রাজধানী বাকুর অলিম্পিক স্টেডিয়ামে ফাইনালে ৪-১ গোলে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। এটা তাদের দ্বিতীয় শিরোপা। ২০১২-১৩ মৌসুমে প্রথমটি জিতেছিল দলটি।

ম্যাচে জোড়া গোল করেন এদেন আজার। জালের দেখা পেলেন অলিভিয়ে জিরুদ ও পেদ্রো।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেননি আর্সেনালের চেক রিপাবলিকের গোলরক্ষক চেক। এমেরসনের ক্রসে নিচু হয়ে নেওয়া হেডে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড জিরুদ। আসরের সর্বোচ্চ গোলদাতার এটি একাদশ গোল।

১০ মিনিট পর বাঁ দিক থেকে আজারের পাস পেয়ে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। আসরে স্প্যানিশ ফরোয়ার্ডের এটি পঞ্চম গোল।

৬৫তম মিনিটে আজারের সফল স্পট কিকে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় চেলসি। ডি-বক্সে জিরুদ ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা।

তিন গোলে পিছিয়ে পড়ার চার মিনিট পর দূরপাল্লার কোনাকুনি শটে ব্যবধান কমান আলেক্স আইওবি।

৭২তম মিনিটে জিরুদের পাস পেয়ে বাঁ পায়ের ভলিতে স্কোরলাইন ৪-১ করেন আজার।

Post a Comment

Previous Post Next Post