বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের ৭ ব্যবসা প্রতিষ্ঠানে ৭ মার্চ বৃহস্পতিবার
দুপুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ৮
হাজার টাকা জরিমানা আদায় করেছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার
সংরক্ষণ অধিদফতরের জেলা সহকারী পরিচালক মো. আল-আমিন।
জানা গেছে, পৌরশহরের হাসপাতাল সড়কের দেলোয়ার হোসেনের মাংসের দোকানকে ১ হাজার টাকা, আশরাফ মিয়ার মাংসের দোকানকে ১ হাজার টাকা, দক্ষিণবাজারের মেসার্স সানরাইজ ট্রেডার্সকে ২ হাজার টাকা, মাদিয়া মটরসকে ২ হাজার টাকা, পৌরমাছ বাজারের রাসেলের মাছের দোকানকে ৫ শত টাকা, সুলতান আহমদের মাছের দোকানকে ১ হাজার টাকা, আমির উদ্দিনের মাছের দোকানকে ৫ শত টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপের পর তা আদায় করা হয়।
জানা গেছে, পৌরশহরের হাসপাতাল সড়কের দেলোয়ার হোসেনের মাংসের দোকানকে ১ হাজার টাকা, আশরাফ মিয়ার মাংসের দোকানকে ১ হাজার টাকা, দক্ষিণবাজারের মেসার্স সানরাইজ ট্রেডার্সকে ২ হাজার টাকা, মাদিয়া মটরসকে ২ হাজার টাকা, পৌরমাছ বাজারের রাসেলের মাছের দোকানকে ৫ শত টাকা, সুলতান আহমদের মাছের দোকানকে ১ হাজার টাকা, আমির উদ্দিনের মাছের দোকানকে ৫ শত টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপের পর তা আদায় করা হয়।
