মেসি-গ্রিজম্যান লড়াই ঘিরে চড়ছে উত্তেজনার পারদ


স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের মেগা ম্যাচ হতে যাচ্ছে আগামীকাল। যা ঘিরে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ৷ নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঝালিয়ে নিচ্ছেন মেসি-গ্রিজম্যানরা৷

শনিবারের প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ৪-২-৩-১ ছকে খেলবে ফ্রান্স ৷ গোল দুর্গের দায়িত্ব সামলাবে লরিস ৷ আর স্ট্রাইকিং লাইনের একদম সামনে থাকবে জিরু ৷ গ্রিজম্যান ,এমবাঁপে, ডেম্বেলে একটু পিছন দিকে থাকবেন ৷

এদিকে আর্জেন্টিনা খেলবে ৪-৪-২ ছকে ৷ মেসি ও অ্যাগুয়েরো থাকছেন সম্ভাব্য প্রথম একাদশের ছকে ৷ এর পিছনে থাকবেন ডি মারিয়া, ম্যাসচেরানো, প্যাভন, বানেগা ৷  গোল দুর্গের দায়িত্ব সামলাবেন নাইজেরিয়া ম্যাচে গোল সামলানো আরমানি ৷

এদিকে এই ম্যাচে বিশেষ নজর থাকবে গ্রিজম্যান ও লিওনেল মেসির দিকে ৷  ২০১৬  সালের ইউরোর সর্বোচ্চ গোলস্কোরা এই গ্রিজম্যান ৷  তবে এবারের বিশ্বকাপে বিশেষ দাগ কাটতে পারেননি অ্যাটলেটিকোর মাদ্রিদের এই প্রধান মুখ ৷

অন্যদিকে প্রথম দুটি ম্যাচে ব্যর্থতার পর নাইজেরিয়া ম্যাচে গোলে ফিরেছেন মেসি ৷  এই ম্যাচেও তিনিই যদি গেমচেঞ্জার হয়ে ওঠেন তাহলে চিন্তা থাকবে না আর্জেন্টিনা ৷

Post a Comment

Previous Post Next Post