বিনোদন ডেস্কঃ দুই বাংলায় এখন নিয়মিত অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয় করে প্রশংসা যেমন পাচ্ছেন, তেমনি পুরস্কার হাতে নেওয়া জয়ার জন্য নিয়মিত ব্যাপার হয়ে গেছে। কিছুদিন আগে জি সিনে অ্যাওয়ার্ডে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জয়ের পর রবিবার আরেকটি পুরস্কার পেয়েছেন তিনি। কলকাতার প্রিয়া সিনেমা হলে ‘বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে জয়ার হাতে পুরস্কার তুলে দেন প্রসেনজিৎ।
ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে জয়া অভিনীত ‘বিসর্জন’ চলচ্চিত্র আরও তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে।
দেশের বাইরে থেকে এমন অর্জনে ভীষণ খুশি জয়া। ফেসবুকে দেয়া এক পোস্টে জয়া আহসান বলেন, ‘আমার কাছে পুরস্কার শুধু স্বীকৃতি নয়, এটা আমাকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়।’
জয়া এখন সৃজিত মুখার্জির নতুন ছবি ‘এক যে ছিল রাজা’র শুটিং করছেন। ছবিতে জয়ার সঙ্গে আরও অভিনয় করছেন যিশু, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।
ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে জয়া অভিনীত ‘বিসর্জন’ চলচ্চিত্র আরও তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে।
দেশের বাইরে থেকে এমন অর্জনে ভীষণ খুশি জয়া। ফেসবুকে দেয়া এক পোস্টে জয়া আহসান বলেন, ‘আমার কাছে পুরস্কার শুধু স্বীকৃতি নয়, এটা আমাকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়।’
জয়া এখন সৃজিত মুখার্জির নতুন ছবি ‘এক যে ছিল রাজা’র শুটিং করছেন। ছবিতে জয়ার সঙ্গে আরও অভিনয় করছেন যিশু, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।