কুলাউড়া ডিগ্রি কলেজে নবীন ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে একাদশ শ্রেণীর নবীন ছাত্র-ছাত্রীদের স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুলাই শনিবার উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মান্না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল, কলেজ ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আল জেবু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মীরা।

Post a Comment

Previous Post Next Post