এবার রিক্সায় আরোহী হলেন প্রধানমন্ত্রী

এবার রিক্সায় আরোহী হলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্কঃ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট অকালবন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা দেখতে এবং দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে বৃহস্পতিবার (১৮ মে) সকালে নেত্রকোণার খালিয়াজুরি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গিয়ে হেলিকপ্টার থেকে নেমে ডাক বাংলো পর্যন্ত রিকশায় চড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। এসময় তিনি রিকশায় বসে হাস্যোজ্জ্বলভাবে চারপাশের নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগ করেন।

কিছুদিন আগে গোপালগঞ্জে গিয়ে নাতনীদের সঙ্গে অটো ভ্যানে চড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ভ্যানে চড়ার ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রধামন্ত্রীকে বহনকারী সেই ভ্যান চালক পরে বিমান বাহিনীতে চাকরি করার সুযোগ পান।

বৃহস্পতিবার খালিয়াজুরি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে গত ৩০ এপ্রিল বন্যাকবলিত সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করেছিলেন তিনি।

Post a Comment

Previous Post Next Post